শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণে নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাবসহ
উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এ.কে.এম. হারুন - অর- রশীদ (হারুন), উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহবায়ক মো.শাহজাহান জয়পুরী,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো.জুলফিকার আলী টিপু,যুগ্ম - আহবায়ক মোঃ হায়দার আলী,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো.আজিজুল হাই সোহাগ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ,
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো.আমিনুল ইসলাম মিন্টু, সহ-দফতর সম্পাদক মোঃ আল আমীন,
ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শামীম তালুকদার, সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।