গোয়ালন্দে অসংক্রামক রোগ প্রতিরোধে
- আপডেট সময় : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

শেখ মমিন:রাজবাড়ীর গোয়ালন্দে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ারস, সিটিজেন নেটওয়ার্ক ও ডাস্ বাংলাদেশের উদ্যোগে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও পরিশ্রম নিশ্চিতে খেলারমাঠ,পার্ক ও উন্মুক্ত স্থানের গাইডলাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোয়ালন্দ পৌরসভার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক, অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন: গোয়ালন্দ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডেইলী বাংলাদেশ অবজারভার পত্রিকার স্থানীয় প্রতিনিধি সিরাজুল ইসলাম, এনজিও পায়াক্ট বাংলাদেশের মজিবুর রহমান জুয়েল, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদুশুকুমার মন্ডল সহ অন্যান্যরা।

























