পাঁচ্চরে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়েদ
পাঁচ্চর সোনার বাংলা সংলগ্ন রেললাইনের ব্রিজের উপর ট্রেনে কাটা পড়ে, অজ্ঞাতনামা (২৪) এক নারী নিহত হয়েছে।নিহত ব্যক্তি এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পরপরই অন্ধকারে লাশটি দুই ট্রেন লাইনের ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা যায়। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি ট্রেন থেকে পড়ে গিয়ে কিংবা ট্রেন লাইন দিয়ে চলার সময় ধাক্কা লেগে মারা যেতে পারেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির ফোন পার্টস কিছুই পাওয়া যায়নি। পরে স্থানীয়রা ফরিদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে।
ফরিদপুর রেলওয়ে থানার ওসি খাইরুজ্জামান বলেন, সাগরদাঁড়ি এক্সপ্রেস কাটা পড়ে এক মহিলা মৃত্যু হয়েছে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা হয়নি। লাশটি অজ্ঞাত অবস্থায় আছে লাশটি আমরা ময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাব।


















