সিরাজগঞ্জ সলঙ্গাতে দীর্ঘদিন পর নুতান রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী
- আপডেট সময় : ০৯:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে গ্রামীণ রাস্তাগুলো পাকা করণে সাফল্যের সাথে কাজ করে চলেছে। গ্রামীণ জনগোষ্ঠীর মানোন্নয়নে এলজিইডি’র সকল কাজের মান মানুষের মনে জায়গা করে নিয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে আগরপুর গ্রামে দীর্ঘ কয়েক যুগ পর রাস্তা উন্নয়নে অত্র এলাকার মানুষের স্বঃস্থি ফিরে এসেছে। উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিডির অর্থায়নে ১ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ পায় উল্লাপাড়া উপজেলা শহরের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মোমিন পাঠান , সব-ঠিকাদার মেহেদী হাসান মিলন।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ফাঁকা স্থানে ভালো মানের পাথর, বিটুমিন দিয়ে কার্পেটিং এর মালামাল তৈরি হচ্ছে। এলজিইডি ইন্জিনিয়ার ও উপ-সহকারী প্রকৌশলী, ওয়ার্ক এসিস্ট্যান্টসহ কাজের সঠিক তদারকির মাধ্যমে কাজ চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে কাঁচা রাস্তা দিয়ে চলাচলে আমাদের অনেক কষ্ট হতো। বিশেষ করে বর্ষাকালে পড়তে হতো চরম দুর্ভোগে৷ রাস্তাটি পাকাকরণের ফলে আমাদের অনেক উপকার হয়েছে৷ এ জন্য রাস্তায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
কাজ চলাকালীন সময়ে কথা হয় দায়িত্বে ঠিকাদার মোমিনসহ সাব – ঠিকাদার মেহেদী হাসান মিলনের সাথে, তারা জানান- রাস্তাটির বক্স কাটিং থেকে শুরু করে কার্পেটিং পর্যন্ত সকল কাজের গুণগত মান সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসীর সহযোগিতায় কাজটির স্থায়িত্ব নিয়ে আমরা অনেক আশাবাদী। তবে এমনভাবে কাজ করা হচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার

























