মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-সারা দেশ ব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সব নগর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ, এবং বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ গোলাম ফারুক মাষ্টার, উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের শিক্ষার্থীর অংশগ্রহণ করে, পুরো অনুষ্ঠানস্থল বিভিন্ন পিঠার গন্ধে মিষ্টি মধুর পরিবেশের সৃষ্টি হয়,
প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ বলেন তারুণ্যের এই মহা উৎসবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা পিঠা, কুলি পিঠা, চিতা পিঠা, পাটিসাপটা, রস পিঠা, পাকুড়া, বিভিন্ন ধরনের চপ, ফুসকা আরো নাম না জানা বাহারি আইটেমের পিঠা বানিয়ে উৎসবে অংশগ্রহণ করে,
বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের পাশাপাশি শ্রেণী শিক্ষক শিক্ষিকা অভিভাবক আশপাশের শত শত মানুষ ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানে এসে উৎফুল্ল হন এবং একই সাথে এত ধরনের পিঠা এবং অন্যান্য খাবার আইটেম দেখে আনন্দ উল্লাস প্রকাশ করেন।