সংবাদ শিরোনাম ::
নোয়াখালী পৌরসভাতে খাজা বাবার স্মরণে আলোচনা ও জিকির মাহফিল সম্পূর্ণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর ফকিরপুর খানকায়ে চিশতিয়াতে আজ (২২ জানুয়ারী) বুধবার উপমহাদেশের ইসলাম ধর্মের মহান প্রচারক সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রাঃ) ৮১৩তম পবিত্র মহা ওরস শরীফ উদযাপন উপলক্ষে বাৎসরিক আলোচনা মিলাদ ও জিকির মাহফিল সম্পুর্ন হয়েছে। খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম চিশতির সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন আল কাদেরী, আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী, বার্তা সম্পাদক সামিউল ইসলাম আজিম, ব্যাবস্থাপক কারী শাহাদাত হোসেন চিশতীসহ অসম্ভব আলোচকগন।
পরে মুনাজাত শেষে সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।

























