মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস ২০২৫।
৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বর্ণাট্য র্যালীর মাধ্যমে শুরু হয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস শুভ সুচনা।
উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি খন্দকার আব্দুল মতিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব,মাহফুজুল হক নির্বাহী কর্মকর্তা রাজৈর উপজেলা।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ নাহিদ নিয়াজ শিশির সহকারী কমিশনার ভুমি, মোঃ আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ রাজৈর থানা।কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার ননী গোপাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শামিম আহমেদ, প্রানীসম্পদ অফিসার ডা.সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার।সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল।
দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাহবুব শিকদার এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত। ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, স্কাউট সদস্যবৃন্দ, নারী বিষয়ক অফিস সংশ্লিষ্ট নারী সদস্যা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।