মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিবসের শুরুতে প্রথমে জাতীয় পতাকা আকাশে কবুতর, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও উপজেলা পরিষদের সামনে থেকে রেলি বের হয়ে জামতলা, কলেজমোড় হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরীদের প্রকল্প আরিফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইনসাফুল হক সরকার, জাতীয় নাগরিক পার্টির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,সিরাজুল ইসলাম, আবুল হোসেন,থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন, ভূরুঙ্গামারী উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি আব্দুল মোতালিব, শামসুজ্জোহা সুজন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , সদস্য মালেকা বানু, মিজানুর রহমান, রিয়াজুল ইসলাম, কে এম আহসানুল হক, শাহানাজ পারভীন।
এসময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সোসাইটি, গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।