*সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন হাসান এ আদেশ দেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়,
২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে চাঁদা দাবি করা হয় ১০ লাখ টাকা। দাবি পূরণ না করায় ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বসতবাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। প্রাণভয়ে বাদী পক্ষ ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করা হয়।
তদন্তে ২ জন অব্যাহতি, ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
মামলাটির তদন্ত করেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার। তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের সাকিব ও সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন
মিতুল হাকিম, দীপক কুন্ডু, ফারুক সরদার, সফিক, জুয়েল, মোহাম্মদ আক্কাস, সাইফুল, চাঁদ আলী সরদার, আল-আমিন, রবিন, মোমিন মন্ডল, শিপলু, রেজা, মনোয়ার হোসেন জনি, দিলীপ চন্দ্র দাস, সাদ্দাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আরিফ, হাসান, মাসুদ, রুমি হাকিমসহ আরও অনেকে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন
“পিবিআইয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৯ জ
ন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

















