নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- আপডেট সময় : ১২:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো :
থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (৪র্থ পর্যায়ের ১৭তম ব্যাচ) -এর ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, জামালপুর।
প্রধান অতিথি মহোদয় সকলকে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর; অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

















