মোঃ শাহীন আলম, ময়মনসিংহ।
ময়মনসিংহের মুক্তাগাছায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র এর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র সমাজ ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে মুক্তাগাছার সার্বিক উন্নয়ন, শিক্ষা খাত, নাগরিক ভোগান্তি, সেবামূলক কার্যক্রম ও তরুণদের অংশগ্রহণ নিয়ে নানা মতামত তুলে ধরেন।
সভায় উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সভাপতি সাংবাদিক মোঃ সাইফুজ্জামান( দুদু) বলেন আয়মন নদী, রাস্তা–ঘাট সংস্কার, জনদুর্ভোগ, শিক্ষা–সামাজিক সমস্যা এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন—
“আমি মুক্তাগাছার মানুষের সেবা করতে এসেছি। প্রতিটি নাগরিকের সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন—
“এই উপজেলার উন্নয়নে প্রশাসন একা নয়—শিক্ষক সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সবাই মিলে কাজ করলে মুক্তাগাছাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
নাগরিক সমস্যার প্রসঙ্গে ইউএনও বলেন
“মাটি কেটে নেওয়া, রাস্তার ভাঙাচোরা অবস্থা, যানজট,সরকারি সেবায় ভোগান্তি—এসব বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে নির্দেশ দেওয়া হবে।”
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন
“ছাত্র সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীল কাজে যুক্ত করা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে তোলা—এটাই আমাদের লক্ষ্য।”
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভা মুক্তাগাছার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।