মোঃ আহসান হাবীব , বিভাগীয় ব্যুরো :
জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ ডিসেম্বর-২০২৫ ইং তারিখ রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌসুমী খানম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জামালপুর। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রমের উপর বিশদভাবে আলোচনা করেন।
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, যুব সংগঠন তারকা সংঘের সভাপতি ও গণমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জামালপুর জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।