বাগেরহাট প্রতিনিধি :মো:মুন্না শেখ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স:) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মিজান আমানী নামে এক যুবককে বাগেরহাট সদর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মিজান আমানী কচুয়া উপজেলার জব্বার আমানীর পুত্র।
এ বিষয়ে জানাযায়, বেশ কিছুদিন আগে ফেসবুকের একটি পোস্টে এই মন্তব্য করলে এলাকার ধর্মপ্রান লোকজন এর তোপের মুখে পালিয়ে যায়। এনিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে ৭ ডিসেম্বর সন্ধ্যার পর অভিযুক্ত ব্যক্তিকে বাগেরহাট পৌর পার্ক এলাকায় ঘোরাঘুরি করতে দেখে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে দেয়। আটক যুবক বর্তমানে কচুয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক যুবক এর নামে মামলার প্রস্তুতি চলছে। আইনগত পদক্ষেপ শেষে আগামীকাল সকালে জেল হাজতে পাঠানো হবে।