ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি-২০২৫’-এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানটি আয়োজন করে শশী ফাউন্ডেশন (এস.এফ.), আর্থিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বি.এন.এফ.)।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান সত্যিই এক মহতী উদ্যোগ। অর্থের পরিমাণ বড় বিষয় নয়, বরং বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য গৌরবের। তাদের পারিবারিক আর্থিক অবস্থা যাই হোক না কেন, এই অর্থ পড়াশোনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে তারা সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবে।”
তিনি আরও বলেন, “দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। তোমরা নিয়মিত খোঁজ রাখলে এ ধরনের আরও সুযোগ গ্রহণ করতে পারবে।” ভবিষ্যতে বৃত্তির পরিমাণ ও সংখ্যা বৃদ্ধির জন্য তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শশী ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন।
এ ছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী মোট ৫২ জন শিক্ষার্থীর হাতে ৬,১৫৫ টাকা করে এই শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।


















