বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার (৮০) নিজ বাড়িতে শনিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাগেছে, ১৫৮ পূর্ব বহরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার বার্ধক্য জনিত কারনে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ২, ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার দুপুর ৩টায় পূর্ব বহরবুনিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় করা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম বাবুল, ইউনিয়ন কমান্ডার শাহ আলম হাওলাদার, সাবেক কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সমাজ সেবক আব্দুল লফিত শিকদার, ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি গিয়াস উদ্দিন তুগলকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



















