মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো :
জামালপুর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে আজ (মঙ্গলবার) শহরের দেওয়ানপাড়াস্থ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) জামালপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন এসপিকে এর প্রধান নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক।
সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ মানবতা ফোরাম জামালপুর জেলা শাখার চেয়ারম্যান এম. এইচ মজনু মোল্লা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ এর সদস্য যমুনা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, আদর্শ পল্লী প্রযুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলামসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বিএনএফ এর কর্মকর্তার বক্তব্য রাখেন।
পরে দেওয়ানপাড়া মোড় থেকে একটি রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলার ৭টি উপজেলা থেকে আগত বিএনএফ এর সদস্যরা রেলি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।