মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম-০১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম-০১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।”
সভায় উপস্থিত সাধারণ জনগণ শালজোড় নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান।
সভা শেষে ধানের শীষের বিজয় ও জাতীয় ঐক্যের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।