দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এককালীন, আজীবন ও সুধী সদস্য সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ০৫:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, জে বাংলা নিউজ।
দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার এককালীন, আজীবন ও সূধী সদস্যদের নিয়ে আজ দুপুর ১টায় শনিবার ( ৮ই নভেম্বর -২৫ ) সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটি ১৯৫৩ সালে দ্বীন মোহাম্মদ বাওয়ালি ও মোক্তার বাওয়ালীর দানকৃত জমির উপর প্রতিষ্ঠিত হয়। দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার প্রায় ৭২ বছর পর ইতিহাসে ১ম আজীবন, এককালীন ও সুধী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ১০০জনের মধ্য এককালীন সদস্য সখ্যা ৫০জন এবং আজীবন সদস্য সংখ্যা ৪৭জন।অনেকেই মাদ্রাসার আজীবন সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। আজ এই অনুষ্ঠানে আরও অনেকেই সদস্য হয়েছে। সকলের এই দাশীলতা মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার অগ্রগতিতে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে মাদ্রাসায় ইতিহাস হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব মোহতামিম শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াস হোসাইন মাঞ্জুরি সাহেব, মোতামিম নূরে মদিনা মাদ্রাসা খুলনা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব এম সাইফুর রহমান মিন্টু, আজীবন সদরঅত্র মাদরদসা, ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) দিঘলিয়া খুলনা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কে এম শওকাত আলী , সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন ড. হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা।
এই মাদ্রাসাটির শিক্ষানুরাগ, সমাজসেবার দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর পথ চলায়।




















