মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি
ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের ছেলে ফুলপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক রকিবুল হাসান সোহেল ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি ফুলপুর পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সকল সমস্যা সমাধানকল্পে একজন সৎ যোগ্য প্রতিনিধির প্রয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস দেন। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, রকিবুল হাসান সোহেল ইতোপূর্বে ফুলপুর পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।