বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

“সমন্বিত উদ্বেগ প্রতিরোধ করি দুর্যোগ”এই স্লোগানে সারাদেশের ন্যায় রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে এ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা চত্তরে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্যোগের সময় আগুন নিভানো কৌশল ও আহতদের উদ্ধার মহড়া প্রদর্শন করেন। পরে পরিষদ কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি, এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মিজ তামান্না ফেরদৌসী বলেন, মানুষের সৃষ্টি দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি -বেসরকারি সেবা মূলক সংস্থা ছাড়াও সকল শ্রেণীর মানুষকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মীরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা অফিসার মো. ফরহাদ আলী, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনিরুজ্জামান, সাংবাদিক মোতাহার মল্লিক, এআরডিও হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।



















