সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, ১৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
ইলিয়াস হাওলাদার
- আপডেট সময় : ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল (১২ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ এবং এতে দেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে সরকার নির্ধারিত সময় অনুযায়ী মাছ ধরা নিষিদ্ধ থাকায় এ সময় নদী ও উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে মৎস্য বিভাগ।




















