নওগাঁর মান্দা উপজেলার চকভোলাই ডাঙ্গাপাড়া ইয়াং জেনারেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক মরহুম নাজিমউদ্দিন পাইক স্মরণে অনুষ্ঠিত হয়েছে “নাজিমউদ্দিন পাইক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫”।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র এমপি পদপ্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ টিপু বলেন—
> “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আগামীর মান্দা হবে মাদকমুক্ত মান্দা। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি সমর্থন করে এমপি হওয়ার সুযোগ পাই, তাহলে আমি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
> “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে যে দেশগঠনের সূচনা করেছিলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা সেই আদর্শেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।”
দিনব্যাপী টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্য ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।