অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ'২৫ উদযাপিত হয়। দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাসে মাছ অবমুক্ত করণ, বর্ণ্যাঢ্য র্যালী, পুরষ্কার বিতরণী ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। স্থানীয় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তানভীর আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মানজুর আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল আমিন, উপজেলা সমবায় অফিসার অনিতা রায় প্রমূখ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও সভাপতির প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় উপজেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত মৎস্য-হ্যাচারী উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে তানভীর আহাম্মদ বলেন, পারিবারিক ও জাতীয় পুষ্টি চাহিদা পূরণ পরবর্তী বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বাণিজ্যিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশে বিদ্যমান নদী-নালা, খাল-বিল, হাজা-মজা ও পরিত্যক্ত জলাধার মৎস্য উৎপাদনের উপযোগী করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে সহায়ক ও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম। প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম অবৈধ জাল ব্যবহারে মৎস্য আহরণ, মেয়াদ উত্তীর্ণ ও নিবন্ধন বহির্ভূত খাদ্য ও কীটনাশক ব্যবহার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে খামারিদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সফল খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।