বোচাগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ জুন) উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাধক চন্দ্র রায় (২২) ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন।
আরও পড়ুন…
মধুপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বোচাগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ইন্সপেক্টর অসীম কুমার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় ছিল। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। বিষয়টি তদন্তের জন্য সিআইডি কাজ শুরু করছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


















