চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বুধবার (২৫ জুন) চাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে অচল থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো ক্যাম্পাস। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এক কণ্ঠে চিৎকার করে জানান,
“জেগেছে রে জেগেছে, চবিয়ানরা জেগেছে”,
“উই ওয়ান্ট চাকসু, চাকসু চাকসু”,
“চাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”,
এমনকি কিছু ব্যতিক্রমী স্লোগানও শোনা গেছে, যেমন
“ম্যাঙ্গোবার না চাকসু, চাকসু চাকসু”।
ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। নিয়মিতভাবে প্রশাসন নানা প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি চাকসু নির্বাচনের জন্য।
“চাকসু শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের মত প্রকাশের, নেতৃত্ব গঠনের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই অধিকার আটকে রাখা মানেই শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীদের দাবি, প্রশাসন যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলনের পরিসর আরও বড় করা হবে।
অনেকের মতে, এটি কেবল একটি আন্দোলন নয়, বরং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার শুরু।



















