ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত জামালপুর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন দিনাজপুরে সকল অফিসার ইনচার্জদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা মনুষ্যত্বের চর্চায় শিক্ষকতা, সত্যের সন্ধানে সাংবাদিকতা’এম নজরুল ইসলাম খান বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গজারিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা  প্রতিরোধ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ সম্পন্ন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোরেলগঞ্জে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের ঈদের আনন্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহার দিনে যখন দেশের মানুষ আপনজনদের সঙ্গে উৎসব ভাগাভাগি করছেন, তখন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিবারের সঙ্গে আনন্দ না করেও রাজধানীর নানা প্রান্তে সতর্ক অবস্থানে ছিলেন তাঁরা, যাতে নগরবাসী নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন।

শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, গুলশান আজাদ মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলগুলোতে ছিল কড়া নিরাপত্তা। র‌্যাব, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা সকাল থেকেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে টহলে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামে যাওয়ায় শহরের অনেক জায়গা ফাঁকা হয়ে পড়ে। এই সময়ে অপরাধের ঝুঁকি এড়াতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, শনিরআখড়ার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় চেকপোস্ট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং চালানো হয় রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “প্রতিটি ঈদেই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করি। এবারও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। মানুষের শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”

গুলশান আজাদ মসজিদে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ঈদের দিন পরিবার থেকে দূরে থাকলেও গর্ববোধ করি এই ভেবে যে, আমাদের দায়িত্ব পালনের কারণে অন্যরা নিরাপদে ঈদ উদযাপন করতে পারছে।”

পুলিশের এ ত্যাগ ও দায়িত্ববোধের প্রতি সম্মান জানিয়েছে সাধারণ মানুষও।

গুলশান এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, “সবাই চায় ঈদে পরিবার নিয়ে সময় কাটাতে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যাঁরা দায়িত্ব পালনের জন্য সেই সুযোগ পান না। পুলিশ তাদেরই একটি বড় উদাহরণ। তারা ঈদে নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এর আগে শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, “সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। ঢাকায় চুরি ও ছিনতাইরোধে ৫০০ পেট্রোল টিম নিয়োজিত রয়েছে, যারা অলিগলিতেও কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের ঈদের আনন্দ

আপডেট সময় : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ঈদুল আজহার দিনে যখন দেশের মানুষ আপনজনদের সঙ্গে উৎসব ভাগাভাগি করছেন, তখন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিবারের সঙ্গে আনন্দ না করেও রাজধানীর নানা প্রান্তে সতর্ক অবস্থানে ছিলেন তাঁরা, যাতে নগরবাসী নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারেন।

শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, গুলশান আজাদ মসজিদসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলগুলোতে ছিল কড়া নিরাপত্তা। র‌্যাব, পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা সকাল থেকেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে টহলে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ গ্রামে যাওয়ায় শহরের অনেক জায়গা ফাঁকা হয়ে পড়ে। এই সময়ে অপরাধের ঝুঁকি এড়াতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, শনিরআখড়ার বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় চেকপোস্ট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং চালানো হয় রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “প্রতিটি ঈদেই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করি। এবারও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। মানুষের শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।”

গুলশান আজাদ মসজিদে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ঈদের দিন পরিবার থেকে দূরে থাকলেও গর্ববোধ করি এই ভেবে যে, আমাদের দায়িত্ব পালনের কারণে অন্যরা নিরাপদে ঈদ উদযাপন করতে পারছে।”

পুলিশের এ ত্যাগ ও দায়িত্ববোধের প্রতি সম্মান জানিয়েছে সাধারণ মানুষও।

গুলশান এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, “সবাই চায় ঈদে পরিবার নিয়ে সময় কাটাতে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যাঁরা দায়িত্ব পালনের জন্য সেই সুযোগ পান না। পুলিশ তাদেরই একটি বড় উদাহরণ। তারা ঈদে নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এর আগে শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, “সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। ঢাকায় চুরি ও ছিনতাইরোধে ৫০০ পেট্রোল টিম নিয়োজিত রয়েছে, যারা অলিগলিতেও কাজ করছে।”