গাজার ডায়ালাইসিস সেন্টার ধ্বংস করে দিলো ইসরায়েল
- আপডেট সময় : ০৯:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের কিডনি রোগীদের একটি ডায়ালাইসিস সেন্টার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটি গাজার উত্তরাঞ্চলের একমাত্র ডায়ালাইসিস সেন্টার।
গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে এর আগেও হামলা চালানো হয়েছে। তবে এবার এটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো। আরবদের রহস্যময় নীরবতায় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে চলমান পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)। খবর আল জাজিরার।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়ায় অবস্থিত নোরা আল-কাবি কিডনি ডায়ালাইসিস সেন্টারে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই সেন্টারটি ইন্দোনেশিয়ান হাসপাতালের অংশ এবং এটি ছিল উত্তর গাজার একমাত্র ডায়ালাইসিস সেন্টার, যা ১৬০ জনেরও বেশি কিডনি রোগীকে সেবা দিচ্ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মুনির আল-বুরশ জানান, কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই ডায়ালাইসিস সেন্টারটি আংশিক চালু হয়েছিল। তার কিছুদিনের মধ্যেই আবারও হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো এটি।
তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি বুলডোজার এটিকে ধ্বংসস্তূপে পরিনত করছে। এর মাধ্যমে ফিলিস্তিনি কিডনি রোগীদের নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, চলমান যুদ্ধের মধ্যে কিডনি রোগে আক্রান্ত ৪১ শতাংশ রোগী মারা গেছেন, কারণ তাদের ডায়ালাইসিস সেন্টারে পৌঁছাতে দেওয়া হয়নি, কিংবা সেগুলোর অংশ বা পুরো প্রতিষ্ঠানই ধ্বংস করে দেওয়া হয়েছে।
অন্যদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাকেইন গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গাজায় কাজ করার সুযোগ না পেলে, এটা হয়ে উঠবে এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়।
যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের এখনই একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তার সম্পূর্ণ প্রবেশাধিকার এবং প্রতিটি গেট খুলে দেওয়া প্রয়োজন, যাতে আমরা ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারি ও এই বিপর্যয় ঠেকাতে পারি।
ম্যাকেইন আরও জানান, গাজার দক্ষিণের রাফাহ শহরের জিএইচএফ পয়েন্টে খাদ্য সংগ্রহ করতে গিয়ে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, আমাদের কর্মীরা ঘটনাস্থল থেকে একই তথ্য জানাচ্ছেন। এটা এক হৃদয়বিদারক ঘটনা।

























