আমতলীতে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে রক্তদান কর্মসূচী ও আলেচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া, রক্তদান কর্মসূচী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) সকাল ৭টায় আমতলী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, মকবুল হোসেন খান, তারিকুল ইসলাম টারজান, কারুজ্জামান হীরু মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















