ভয়াবহ অসুস্থ ইমরান হাশমি
- আপডেট সময় : ০৫:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা ইমরান হাশমি গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’র শুটিং শুরু করেছিলেন। শুটিং চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, মুম্বাইয়ের আরে কলোনিতে নতুন সিনেমা ‘ওজি’ ছবির শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি।
‘ওজি’ ছবির প্রযোজনা সংস্থা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘শুটিংয়ের সময় ডেঙ্গু রোগের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার শরীরে। মুম্বাই শহরে হঠাৎ করে কোভিড বাড়তে শুরু করেছে। তাছাড়া বর্ষা মৌসুমে বেড়ে চলেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। অভিনেতার অসুস্থতা বুঝতে পারলেই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ইমরান হাশমি আপাতত সুস্থ আছেন।

























