সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে বিএনপি নেতার ছেলে ৫০০ পিস ইয়াবাসহ আটক
নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ লিটন হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলীর ছেলে।
সোমবার (২৬ মে) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডমুর হাটখোলা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, সোমবার রাতে বহুলী ইউনিয়নের ডমুর হাটখোলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচশত পিস ইয়াবাসহ লিটনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



















