গাজীপুরে সাংবাদিকদের উপর বিএনপির সশস্ত্র হামলা, যমুনা টিভির ক্যামেরাপার্সন সহ আহত ১২
- আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার কাপাসিয়া থানার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মার্কেট এলাকায় গণমাধ্যমকর্মীদের উপর বিএনপির সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন রকি হোসেন গুরুতর আহত হন।
জানা যায়, শনিবার (১৭ মে) কাপাসিয়া উপজেলার বিএনপির একাংশের মতবিনিময় সভায় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নানের অনুসারীরা ২০-২৫টি মটরসাইকেলযোগে এসে পরিকল্পিতভাবে হামলা চালায়।
হামলার ফুটেজ সংগ্রহকালে হামলাকারীরা সাংবাদিকদের উপরও হামলা শুরু করেন। বেধড়ক হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন রকি হোসেন, জেলা গোয়েন্দা সংস্থার (ডিএসবি) সদস্য খোরশেদ সহ ১০-১২ জন সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। লুটপাট করা হয় সাংবাদিকের ক্যামেরা এবং ল্যাপটপ।
সহকর্মীরা রকিকে উদ্ধার করে গুরতর আহত অবস্থায় শহীদ তাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়।
পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর বিএনপির হামলায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। গাজীপুরের সাংবাদিকবৃন্দ তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।



















