সংবাদ শিরোনাম ::
খুলনায় নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে এক অজ্ঞাতনামা ১৩ বছরের কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দারা মীরেরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে, পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



















