ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
*সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমতলী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  পালিত কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া এবং মিলাদ অনুষ্ঠিত। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ক্লিনিকের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতক খুঁজে পেল নতুন ঠিকানা ঠাই হয়েছে সিঙ্গাপুর প্রবাসীর ঘরে গ্রামপুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও গণশুনানি অনুষ্ঠিত মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও গণশুনানি অনুষ্ঠিত শিবচরের দত্তপাড়ায় কমলার বাগান করে স্বাবলম্বী রাসেল মিয়া নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই- নাহিদ ইসলাম

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরোনো কাঠামো দিয়ে নতুন কিছু নির্মাণ সম্ভব নয়— এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের আস্থাভাজন নতুন সংবিধান।

আজ (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাব’-এর ভিত্তিতে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি মনে করেন, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই এই আস্থার সংকট কাটানো সম্ভব। এ সময় তিনি বলেন, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত গঠিত না হলে, অগুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তবে এই প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে হলে একটি সুনির্দিষ্ট বিচারিক রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর জনগণের আস্থা গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই- নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরোনো কাঠামো দিয়ে নতুন কিছু নির্মাণ সম্ভব নয়— এজন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের আস্থাভাজন নতুন সংবিধান।

আজ (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাব’-এর ভিত্তিতে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তিনি মনে করেন, নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই এই আস্থার সংকট কাটানো সম্ভব। এ সময় তিনি বলেন, আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত গঠিত না হলে, অগুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি বলেন, এটি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তবে এই প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে হলে একটি সুনির্দিষ্ট বিচারিক রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর জনগণের আস্থা গড়ে উঠবে।