সংবাদ শিরোনাম ::
খুলনায় আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভে উত্তপ্ত রাজপথ
শামীম রেজা, খুলনা জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

খুলনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে নগরীর শিববাড়ি ও ময়লাপোতা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
জুমার নামাজ শেষে ‘ছাত্র জনতার’ ব্যানারে বিক্ষোভকারীরা নর্দান বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি কেডিএ অ্যাভিনিউ হয়ে ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার সোনার বাংলায়, আ. লীগের ঠাঁই নাই’, ‘যুবলীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আ. লীগ নো মোর’, ‘শেখ সোহেল ও শেখ জুয়েলের ঠিকানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিতে শোনা যায়।



















