বরগুনার বামনায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
- আপডেট সময় : ১২:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

লিটন কুমার ঢালী, বিশেষ প্রতিনিধি:
দক্ষিণের জনপদ বরগুনার বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খরিপ/১ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় এ সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা। উপজেলা কৃষি অফিসার মোসা: ফারজানা তাসমিনের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলার চারটি ইউনিয়নের তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক পেয়েছেন ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ড্যাপ রাসায়নিক সার। বীজ ও সার হাতে পেয়ে কৃষকদের মাঝে আনন্দের ঝিলিক দেখা যায়। তারা জানান, এই সহায়তা তাদের খরচ কমাতে এবং আবাদে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির উন্নয়নে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। সময়মতো সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বাড়ালে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলেও তারা মত প্রকাশ করেন। উপজেলা কৃষি অফিসার মোসা: ফারজানা তাসমিন উপস্থিত কৃষকদেরকে সঠিকভাবে জমি প্রস্তুত, বীজ রোপণ ও সার ব্যবহারের নিয়ম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, শুধু প্রণোদনা গ্রহণ করলেই হবে না, যথাযথ পরিচর্যার মাধ্যমেই কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে হবে।
কৃষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করছে, যার সুফল ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও পাচ্ছেন। আগামীতে আরও বৃহত্তর পরিসরে কৃষি প্রণোদনা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেওয়া হয়।


















