পহেলা বৈশাখ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে জেলা পর্যায়ে স্থানীয় কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে আজ ১০ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
সভায় আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম নগরীর ডিসি হিল পার্ক-এ বর্ষবরণ উপলক্ষে বিশেষ আয়োজনের উপর জোর দেওয়া হয়।
—

























