ঝালকাঠি কাঠালিয়ায় পরীক্ষার হলে দায়িত্ব অবহেলার কারণে শিক্ষককে অব্যহতি
- আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ভবতোষ রায় নামে এক শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকালে দায়িত্বে অবহেলা করেন। এ সময় বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মোঃ রুহুল আমিন বেপারী আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোষ রায়কে দায়িত্ব থেকে অব্যহতি দেন।
শিক্ষক ভবতোষ রায় এসএসসি পরীক্ষা ২০২৫ চলাকালীন সময় পরীক্ষা হলে কোন প্রকার দায়িত্ব পালন করতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করেছেন আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মো: শামীম মোল্লা।
মোঃ মাছুম বিল্লাহ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯

























