চট্টগ্রাম লোহাগাড়ার আধুনগর হরিণা সড়কে কার্পেটিং উঠে গর্ত, ভোগান্তিতে স্থানীয়রা
- আপডেট সময় : ১২:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা সড়কে কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে।
সোমবার (৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, প্রায় ২ কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। সড়কটি এখন কাঁচা রাস্তার রূপ ধারণ করেছে, যেখানে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন। খানাখন্দে যানবাহনের যন্ত্রপাতি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন চালকরা।
স্থানীয় বাসিন্দা মিজানুল হক মিজু বলেন, “এই রাস্তায় চলতে রোগীর আরও কষ্ট হয়, চিকিৎসা নিতে যাওয়াই যেন এক যন্ত্রণা।”
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সংস্কারে বিভিন্ন সময়ে তিনটি অংশে কাজের টেন্ডার দেয়া হলেও দুটি অংশের কাজই অসমাপ্ত রয়েছে। স্কেপ বাংলাদেশ লিমিটেড এবং লোহাগাড়া বিল্ডার্স নামক প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ করতে না পারায় প্রকল্প বাতিল করা হয়েছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, “কিছু অংশে কাজ শুরু হলেও ঢালাই না দেয়ায় রাস্তাটি আরও নাজুক হয়ে পড়ে।”
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির বলেন, “ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যেই কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন।”
—

























