ভান্ডারিয়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীর বাড়িতে এক রাতে দুই বার সন্ত্রাসী হামলা আহত-৪
- আপডেট সময় : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ভান্ডারিয়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীর বাড়িতে এক রাতে দুই বার সন্ত্রাসী হামলা আহত-৪
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ীর বাড়িতে এক রাতে দুই বার সন্ত্রাসী হামলা করে ৪ জন কে আহত করেছে এমন অভিযোগ করেন ভান্ডারিয়া বাজারের ব্যাবসায়ী আব্দুল রাজ্জাক নামের এক ব্যাক্তি।
ঘটনা সূত্রে জানা যায় ভান্ডারিয়া পৌর শহরের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর বাড়িতে গত ১২/০৩/২০২৫ তারিখ বুধবার রাতে দুই বার সন্ত্রাসী হামলা হয়েছে,এ হামলায় ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক এর পরিবারের ৪ জন আহত হয়েছে এবং দুইটি মটর সাইকেল,দুই এসি সহ বাসার আন্য মালামাল,মোট ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আহতরা হলেন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক,তার পিতা দলিল উদ্দিন শিকদার, মাতা জাহানারা বেগম, ভাই জলিল শিকদার ও ভাবি রুমি বেগম ।
এ ব্যাপারে আব্দুল রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিপক্ষের সাথে তার মামলা মোকাদ্দামা নিয়ে বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জের ধরে বিবাদী জামিরতলা গ্রামের গিয়াস চাপরাশী, সবুজ চাপরাশী, হারুন চাপরাশী সহ ১৩ জন তার বাড়ীতে উপস্থিত হয়ে উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়া তার বাড়ী ও বসত বিল্ডিং হামলা চালায় এবং বলে যে, তুই আমাদের বিরুদ্ধে মামলা দিয়াছে। মামলা চালানোর জন্য ও ব্যবসা ভালো ভাবে পরিচালনা করতে হইলে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি সহ আমার পরিবারের লোকজন বিবাদীদের দাবীকৃত চাদার টাকা দিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাদের উপর অতর্কিত হামলা করে এবং মারধর করে এক পর্যায়ে লোহার রড দিয়া জখম করে এবং হত্যার হুমকি দেয় এবং বিবাদীরা ঘরের মধ্যে থাকা আসভাবপত্র ও ঘরের ভিতরে দুইটি এসি এবং ২ মোটরসাইকেল ভাংচুর করে, অনুমান ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, “সন্ত্রাসী হামলার খবর পেয়েছি। তারা চিকিৎসা নিয়ে থানায় এসে মামলা দায়ের করলে রুহুল আমীন(৪০)নামের একজন আসামীকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

























