মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ৩ লাখ ৬০ হাজার টাকার সহায়তা
- আপডেট সময় : ১২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

বাদশা আলমগীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
Care and Shine Foundation এর অর্থায়নে এবং CnS Bangla Foundation এর তত্ত্বাবধানে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ৩ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহতের দুই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এই অর্থ ফিক্সড ডিপোজিট হিসেবে জমা দেওয়া হয়।
শনিবার সিএনএস বাংলা ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, তালতলা, আগারগাঁও, ঢাকায় সহায়তা হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Care and Shine Foundation এর আমেরিকান প্রবাসী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তপু এবং CnS Bangla Foundation এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুর রব।
নিহতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদের দুই বোন এবং তার স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। সহায়তা গ্রহণের পর তিনি বলেন,
“এই অর্থ আমাদের দুই সন্তানের শিক্ষাজীবনে বড় সহায়তা হবে এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে সাহায্য করবে।”
উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতেও পরিবারটিকে প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।



















