নলছিটিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
- আপডেট সময় : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নলছিটি উপজেলাজুড়ে একযোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ৫০০–এর বেশি মসজিদ, পাশাপাশি মন্দির ও গির্জাসহ একাদিক প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার সুবিদপুর, মোল্লারহাট, রানাপাশা, নাচনমহল, কুলকাঠি, কুশঙ্গল, সিদ্ধকাঠি, দপদপিয়া, মগর ও ভৈরবপাশা ইউনিয়নের প্রায় প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে সরকারি নির্দেশনা, দলীয় উদ্যোগ এবং ব্যক্তিগত প্রচেষ্টায় দোয়া মাহফিল সম্পন্ন হয়।
স্থানীয় মুসল্লিরা জানান, দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেত্রীকে কেন্দ্র করে এভাবে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত দোয়া এর আগে দেখা যায়নি। দল–মত, ধর্ম–বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা বলেন, খালেদা জিয়া গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব ও মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি। প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখেছেন, কখনো প্রভুর আসনে বসতে দেননি। আজ তিনি গুরুতর অসুস্থ—তাই সবাই তার দ্রুত রোগমুক্তি কামনা করছেন।
সিদ্ধকাঠি ইউনিয়নের ৭১টি মসজিদে একইসাথে নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস মাঝির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সিদ্ধকাঠিতে দোয়া আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, যিনি সিদ্ধকাঠি ইউনিয়নের দোয়া কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেন। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ওয়ার্ডভিত্তিক সব মসজিদে সাধারণ মুসল্লিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌরসভার নান্দিকাঠী-শীতলপাড়া ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী তারেক এর সার্বিক সহযোগিতায় সবকয়টি মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং তার সব বিপদ-আপদ দূর হয়ে যেন তিনি শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন—এমন প্রার্থনাও করা হয়।
উপজেলাজুড়ে অনুষ্ঠিত এই ব্যাপক দোয়া কর্মসূচিকে স্থানীয়রা নলছিটির ইতিহাসে নজিরবিহীন উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।



















