বেতাগীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, একাংশের বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:২৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা ও পৌর শাখার ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করার পর শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে সাতটায় বেতাগী পৌর শহরে আনন্দমিছিল হয়েছে। একই সময় কমিটি ঘোষণার প্রতিবাদে পৌর শহরে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। পরে টাইনব্রিজ এলাকায় প্রতিবাদ সভা করেছে তারা।
এর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো : রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেতাগী উপজেলা ও পৌরশাখার নতুন এ কমিটি ঘোষণা করে। এতে আহসানুল কবির শোয়েবকে সভাপতি ও মো : শাহীন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় ।
অন্যদিকে, মোহাম্মদ মোহাইমেন উল ইসলামকে সভাপতি এবংএহসানুল কবির জিলানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অনুমোদনের পর স্বাগত জানিয়ে এর পক্ষে বেতাগী পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করে। অপরদিকে বঞ্চিতরা ঐ কমিটি প্রত্যাখান করে টায়ার জ্বালিয়ে এক প্রতিবাদ মিছিল করে।
প্রতিবাদ ও বিক্ষোভের বিষয়ে নব ঘোষিত কমিটির সভাপতি আহসানুল কবির শোয়েব বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্তে সাপেক্ষে ও বিচার বিশ্লেষণ করে এই কমিটি অনুমোদন দিয়েছেন। যারা পদ পায়নি তাদের রাগ ও ক্ষোভ থাকতে পারে, আমরা তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে কাজ করবো।
বঞ্চিত ছাত্রদল নেতা আব্দুর রহিম খান বলেন, ত্যাগীদের অবমূল্যায়ন, অছাত্র ও নিষক্রিয় লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা প্রত্যাখান ও কমিটি বাতিলের দাবি করছি।




















