মুন্সিগঞ্জ পৌরসভাকে হারিয়ে মিরকাদিম পৌরসভা ট্রাইব্রেকারে অর্জন।
- আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মুন্সিগঞ্জ পৌরসভা বনাম মিরকাদিম পৌরসভা খেলা আজ ০৩ সেপ্টেম্বর বুধবার তিনটায় পুরুস্কার ও বিতরন অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুন্সিগঞ্জ পৌরসভাকে রোমাঞ্চকর লড়াইয়ে মাধ্যম ট্রাইব্রেকারে হারিয়ে মিরকাদিম পৌরসভা চ্যাম্পিয়ন অর্জন করেন।
এ-সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত ও জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার পিপিএম বার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শরীফ উল্যাহ, শহিদ পরিবারের সদস্যগণ, জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রতিনিধিবৃন্দ দর্শনার্থীগণ।
চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণ গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক জনাব মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিতি ছিলেন মিরকাদিম পৌরসভার বিএনপি সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ও মিরকাদিম পৌর মিনি স্টেডিয়াম গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের ফুটবলার কোচ মোজ্জামেল অন্যান্য প্রমুখ।




















